|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ সেপ্টেম্বর, ২০২২
লক্ষ্মীপুরে শুরু হয়েছে ৪৯ তম গ্রীস্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগীতা ২০২২। আজ মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা ষ্টেডিয়ামে ফুটবল টুর্ণামেন্টের মধ্যদিয়ে এই প্রতিযোগীতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হাফিজ উল্যাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে মিরপুর হাইস্কুল ৪-৩ গোলে শ্যামগঞ্জ হাই স্কুলকে পরাজিত করে।
মোট ৪০টি প্রতিষ্ঠান গ্রীস্মকালীন প্রতিযোগিতায় ফুটবল, সাতাঁর, হ্যান্ডবল, কাবাডি, দাবা ইভেন্টে অংশ গ্রহন করে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.