|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
কবিতা শূন্য
প্রকাশের তারিখঃ ৫ সেপ্টেম্বর, ২০২২
কবিতা-
শূণ্যতা
লেখকঃ আরিফা হোসেন
শূণ্যতা শূণ্যতা শূণ্যতা
শূণ্যতা ই আনে জীবনে পূর্ণতা,
আমরা সবাই শূণ্য
তবে ধরণীর এই কোলাহলে মানবজীবন পূর্ণ।
শূণ্যতাকে খুঁজে পাই একাকীত্বের রোদনে
সেই শূণ্যতা ই হারিয়ে যায় লোক সমাগমের আচ্ছাদনে,
শূণ্যতা ই জীবনের একমাত্র সত্যি
যেই সত্যির হয়না কখনো বিকৃতি।
শূণ্যতা হলো নিজেকে অন্বেষণের একমাত্র অবলম্বন,
আর সেই শূণ্যতাযুক্ত জীবনেই হলো হৃদয়ের স্পন্দন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.