|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে ঘরের দরজা ভেঙ্গে নগদ ১২ লক্ষ টাকা ও ১৬ ভরি স্বর্ণলংকার চুরি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ সেপ্টেম্বর, ২০২২
মিরসরাইয়ে জোরারগঞ্জে ঘরের দরজা ভেঙ্গে নগদ ১২ লক্ষ টাকা ও ১৬ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে নিয়ে গেছে চোরের দল। ০২-০৯-২০২২ ইং তারিখ শুক্রবার রাতে উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম জামালপুর এলাকার বারৈয়ারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ি (মেসার্স লাকী এন্টারপ্রাইজ ) মালিক গিয়াস উদ্দিন সওদাগরের বসতঘরে এই চুরির ঘটনা ঘটে। শনিবার রাতে এই ঘটনায় গিয়াস উদ্দিন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গিয়াস উদ্দিন সওদাগর বলেন, শুক্রবার সকালে আমার পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে হেফাটাইটিস ইনজেকশন গ্রহণের জন্য যাই। সেখান থেকে রাত ১১ টায় বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে দেখি চোরের দল ঘরের ভিতর প্রবেশ করে ছয় তলা কক্ষের দরজার লক ভেঙ্গে আলমারির মধ্যে রাখা নগদ ১২ লক্ষ টাকা ও ১৬ ভরি স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘরের মেইন গেইটের তালা লাগানো ছিলো। তারা দেওয়াল টপকে ঘরের ভিতরে প্রবেশ করে। আমি ডেউটিনের ব্যবসা করি। ব্যবসায়িক কাজে এই টাকাগুলো বৃহস্পতিবার ব্যাংক থেকে উত্তোলন করে ঘরে রেখেছিলাম। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি।
জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই সাঈদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.