|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপের বাজুয়ায় শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের শুভ আবির্ভাব মহোৎসব অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ সেপ্টেম্বর, ২০২২
খুলনার দাকোপের বাজুয়া সাহা পাড়ায় পুণ্য তালনবমী তিথিতে যুগ পুরুষত্তম, পরমপ্রেমময়, ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ আবির্ভাব মহোৎসব উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ বাজুয়া শাখা কতৃক আয়োজিত ৪ সেপ্টেম্বর রবিবার সকাল ৯ ঘটিকায় এক বণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি বাজুয়া, চুনকুড়িবাঁধ,চড়াড়বাঁধ ও খুটাখালী বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সাহা পাড়া মন্দিও প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উক্ত র্যালীতে উপস্থিতত ছিলেন বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, প্রাক্তন বাজুয়া ইউপি চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন, কানু সাহা, অরবিন্দু রায়, বাবলু সাহা, পাপ্পু সাহা, প্রকাশ মন্ডল, সৌমেন দত্ত মিঠু, গৌতম সাহা, নিতু সাহা, মিনতী সাহা, বুলু রায়, মৌসুমি সাহা, প্রিয়াংকা সাহা, বৃষ্টি সাহা, গোবিন্দ সাহা, বনমালি মন্ডল, প্রান্ত সাহা,শিমুল সাহা ও শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের ভক্তবৃন্দগন । দুপুরে মন্দির প্রঙ্গনে খিচুড়ি প্রসাদ বিতারন এবং বিকালে কিশোর কিশোরী মেলা ও সন্ধ্যায় সন্ধ্যা আরতী প্রার্থনা, ধমীর্য় আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.