|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জ এ আর হাই স্কুলের বাঁধন-৭৯ ব্যাচের এর পথচলা শুরু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ সেপ্টেম্বর, ২০২২
ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি হাই স্কুলের বাঁধন-৭৯ ব্যাচ এর আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে।
শনিবার ( ৩ রা সেপ্টেম্বর) সকালে বর্নাঢ্য র্যালি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় এর মাধ্যমে কর্মসূচি ঘোষনা করা হয়। স্কুল মাঠ থেকে র্যালিটি যাত্রা শুরু করে ফরিদগঞ্জ বাজার প্রদক্ষণি শেষে প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বাঁধন সংগঠনের সহ-সভাপতি ফরিদ আহমেদ রিপনের সঞ্চালনায় সাবেক সচিব ড. শাহাদাত হোসেন সভাপতির বক্তব্যে বলেন, আমরা আমাদের নাড়ির টানে প্রাণের বিদ্যাপিঠ ফরিদগঞ্জ এ আর হাই স্কুলের শিক্ষার মান, এবং প্রতিষ্ঠানে অসহায় শিক্ষার্থীদের কল্যাণে ও প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ের উন্নয়ণের কথা মাথায় রেখে ৭৯'বাঁধন নামের সংগঠনটি করেছি আমাদের বন্ধুদের সার্বিক সহযােগিতা নিয়ে এই পরিকল্পনা সফল করার চেষ্টা করছি। আমাদের এই অগ্রযাত্রায় সহায়ক শক্তি হচ্ছে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক বন্ধুরা। তিনি বলেন নিজের কল্যাণের বাহিরে দেশমাতৃকার জন্য কিছু করেতে পারলে সেটা হবে আমাদের স্বার্থকতা।
এ সময় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখন, সংগঠনের সাধারন সম্পাদক প্রকৌশলী ও বিশিষ্ট ব্যাংকার মহেশ চন্দ্র শর্মা, নোয়াখালী জেলার সাবেক সাব রেজিষ্ট্রার শাহাজাহান সর্দার, ফরিদগঞ্জ এ আর সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, সমাজ সেবক কামাল হোসেন মিয়াজী, সাহিত্যিক মোস্তফা কামাল মুকুল,, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ , প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ইত্তেফাক সংবাদদাতা মোঃ মহিউদ্দিন,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.