|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুর নবাগত পুলিশ সুপারকে সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ সেপ্টেম্বর, ২০২২
লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফকে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংস্থার উপদেষ্টা ও সদস্যরা পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এই সময় মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, লক্ষ্মীপুর ছোট এই শহরের যত্রতত্র যানবাহন যেন চলতে না পারে এবং ট্রাফিক আইন মেনে সকল যানবাহন চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা চাইলেন। এই ছাড়া আইন শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশকে যথাযথ পরামর্শ দেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
এই সময় উপস্থিত ছিলেন, সংস্থার প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ আবুল কাসেম, সংস্থার আইন উপদেষ্টা ও জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবি এডভোকেট মো. ফিরোজ আলম, সংস্থার উপদেষ্টা, সাবেক প্রধান শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ হোসেন চৌধুরী, সংস্থার সভাপতি ও দৈনিক জনতার স্টাফ রিপোর্টার ভাস্কর বসু রায় চৌধুরী, সংস্থার সহ সভাপতি ও দৈনিক জাতীয় অর্থনীতির জেলা প্রতিনিধি মফিজুর রহমান মাস্টার, ও সময় সংবাদ ও
দৈনিক মানবতা সংবাদ ও দৈনিক বাংলার অধিকার জেলা প্রতিনিধি সোহেল হোসেন, এশিয়ান টিভি কমলনগর উপজেলা প্রতিনিধি ও কমলনগর বঙ্গবন্ধু আদর্শের শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ভাস্কর মজুমদার, দৈনিক বায়ান্ন জেলা প্রতিনিধি ওয়াহিদুর রহমান মুরাদ, দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, নোয়াখালী প্রতিদিন জেলা প্রতিনিধি মোহাম্মদ মুজাহিদ, সহ প্রমুখ
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.