|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের জনসচেতনতা মূলক গনসংযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ আগস্ট, ২০২২
লক্ষ্মীপুর শহরকে যানজট মুক্ত ও সড়ক দূর্ঘটনা এড়াতে জনসচেতনতস মূলক গনসংযোগ করেছে পুলিশ প্রশাসন। নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ এর নেতৃত্বে
মঙ্গলবার বিকালে জেলা শহরে এই গনসংযোগ চালানো হয়। বিকেল ৪ টার দিকে ঝুমুর সিনেমা, উত্তর তেহমুণী, বঙ্গবন্ধু চত্বর, চকবাজার ও দক্ষিণ তেহমুনী এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মংনেথোয়াই মারমা, ডিআই-১ আজিজুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর দাস।
এসময় পুলিশ সুপার জানান, লক্ষ্মীপুর শহরকে যানজট মুক্ত ও মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ইজিবাইক ও অটোরিকশা সম্পূর্ণভাবে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে শহরকে অনেকটাই যানজট স্বাভাবিক করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.