|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মাননীয় প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ নিয়ে কুড়িগ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ আগস্ট, ২০২২
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ-ভিশন-২০৪১, সাম্প্রদায়িকতা, গুজব, অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহাররোধ, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সমাজিক ইস্যু নিয়ে কুড়িগ্রামের রাজারহাটে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, কুড়িগ্রামের আয়োজনে রাজারহাটের সিঙ্গের ডাবরি হাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দুপুরে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়, উক্ত সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, ভিশন-২০৪১, সাম্প্রদায়িকতা, গুজব, অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহাররোধ, মাদক,বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সমাজিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
এ সময় উক্ত মহিলা সমাবেশে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, পিপি আব্রাহাম লিংকন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, জনাব মোঃ রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার, বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ, স্কুল কলেজের সন্মানিত শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সকলেই সম্মিলিতভাবে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গঠনের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে আরো সুদৃঢ় করতে প্রত্যয় ব্যক্ত করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.