|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাইকগাছায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রশিক্ষণের উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ আগস্ট, ২০২২
খুলনার পাইকগাছায় দুদিন ব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি, ইউনিয়ন সচিব ও স্থানীয় জনগণের করণীয় বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ আয়োজিত ৭০ জনের অংশ গ্রহণে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিতত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)'র সহায়তায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দিন ফিরোজ বুলু। প্রশিক্ষক ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মোঃ হাফিজুর রহমান সরকার। বাস্তবায়ন করেন মহিলা ও শিশু উন্নয়ন বিষয়ক কমিটি।প্রশিক্ষণে বাল্য বিবাহ, এর কুফল ও প্রতিরোধে করণীয়, অপরাধের দন্ড সমূহ, যৌতুকের ধারনা ও প্রতিরোধের উপায়, করণীয়, মারধর করে জখম করলে সংশ্লিষ্ট থানার করণীয়, নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার, প্রতিরোধের উপায় এবং অপরাধের দন্ডসমূহ, ইভ টিজিং, এর কুফল, প্রতিরোধের উপায় মহিলা দপ্তরে করণীয়, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মহিলা বিষয়ক অধিদপ্তরে কাজ সমূহ বিশরদভাবে আলোকপাত হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.