|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দিনরাত শহরজুড়ে উড়ছে বালি দেখার কেউ নেই -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ আগস্ট, ২০২২
দিনরাত শহরজুড়ে উড়ছে বালি৷ কোথাও নদীর ধারে, ব্রীজের নীচে। কোথাওবা হাসপাতালের উল্টো পাশেই। ঘরবাড়ি, দোকানপাটে উড়ে আসছে বালি ; স্বাস্থ্য কমপ্লেক্সে আসা যাওয়ার পথে ভোগান্তির অন্য রূপ..
এলাকাবাসীর অন্তহীন অভিযোগ এই নিয়ে। বালি ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হয়েছে, নির্দেশনা দেয়া হয়েছে সময়ে সময়ে ..
পরিবেশ রক্ষায় সেই নির্দেশ কতটুকু মানা হয়েছে সে চিত্র সরেজমিনে দেখতেই আজ বেরিয়েছিলাম বালির ভুবনে, রাস্তায়, নদীর পাড়ে। অনেকটাই উন্নতি হয়েছে আগের চেয়ে৷ মূল রাস্তা থেকে অনেকদূর সরিয়ে নেয়া হয়েছে, ব্রীজের নীচের স্তুপও এখন বেশ দূরে। তবুও কিছু ঘাটতি রয়েই গেছে..
ভ্রাম্যমান আদালতের আজকের অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী বালু ব্যবসায়ী ৭ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে..
ধুলোর জগত ছেড়ে নির্মল বাতাসের খুঁজেই আমাদের নিরন্তর ছুটে চলা। সুড়ঙ্গপথের শেষে প্রতীক্ষার আলো আসবেই..
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.