|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গজারিয়ায় বিএনপির ভিক্ষোব মিছিল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ আগস্ট, ২০২২
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি নজিরবিহীন লোডশেডিং, অব্যবস্থাপনা, অবৈধ ভাবে ক্ষমতা দখল করে রাখা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্ধ্বগতি সহ পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম এবং সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এর হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সেসময় উপস্থিত ছিলেন ,মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য আ.ক.ম মোজাম্মেল হক,সেচ্ছাসেবক দলের সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি ভিপি মাসুম,গজারিয়া বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, সদস্য সচিব আবদুর রহমান সফিক,মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মুন্না,মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব বেপারী,মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু,ঢাকা বিভাগের যুবদলের সভাপতি আলহাজ্ব মজিব, মুন্সিগঞ্জ জেরা সেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি,গজারিয়া উপজেলার বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুদ ফারুক,উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক জসিম,কৃষক দলের আহবায়ক মাজেদা মেম্বার,টেংগারচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আসিফ ইকবাল লিটন, গজারিয়া উপজেলা ছাত্রদের সাবেক সভাপতি নাজির সিকদকর, সহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা।
উক্ত বিক্ষোভ মিছিল টি গজারিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি নাজির সিকদার এর বাসার সামনে থেকে শুরু করে ভবেরচর বাজার কলেজ রোড এলাকা পর্যন্ত আসে।সে সময় মুন্সিগঞ্জ সদর সার্কেল এর এএসপি মিনহাজউল ইসলাম এর কাছে জানিতে চাইলে গণমাধ্যমে জানান,আজকের গজারিয়া উপজেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিতে দেন নি।তাদের আইন শৃঙ্খলা বাহিনী কঠর অবস্থানে ছিলো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.