|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁসহ সারাদেশে এক যোগে হোমিও চিকিৎসকদের হয়রানির প্রতিবাদ ও মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ আগস্ট, ২০২২
সারা দেশের বিভিন্ন স্থানে হোমিওপ্যাথিক চিকিৎসকদের হয়রানীর প্রতিবাদে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নওগাঁয় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, চেম্বার ও ফার্মেসী বন্ধ কর্মসূচি পালন করেছে হোমিও চিকিৎসকরা।
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নওগাঁ শাখা এবং নওগাঁ হোমিওপ্যাথিক সকল ডাক্তার ও ব্যবসায়ীবৃন্দরা একযোগে রবিবার এই কর্মসূচি বাস্তবায়ন করে।
এদিন দুপুরে কর্মসূচির অংশ হিসাবে নওগাঁ শহরের পুরাতন হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ব্রীজের মোড়ে গিয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি নওগাঁ শাখার সভাপতি ও নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আব্দুল্লাহ আল সাফায়েত শামীম, সিনিয়র প্রভাষক সেকেন্দার আলী, শিক্ষক প্রতিনিধি সাগর হোসেন, শহরের হোমিও চিকিৎসক ডা. শশাঙ্ক সরকার, ডা. আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন হোমিও চিকিৎসকরা দেশের এক অমূল্য সম্পদ। কিন্তু ইদানিং তাদেরকে বিনা কারণে হয়রানী করা হচ্ছে। হোমিও চিকিৎসকরা অন্যান্য চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি গুরুত্বপূর্ন ভূমিকা রেখে যাচ্ছেন। তাদেরও আত্মসম্মান রয়েছে।
কেন তাদেরকে তুচ্ছ ভাবা হচ্ছে। দ্রুত এই হয়রানী বন্ধ করে হোমিও চিকিৎসকদেরকে যথাযথ সম্মান প্রদান করে দেশের হোমিও চিকিৎসা ব্যবস্থাকে আরো গতিশীল করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।
তা না হলে দেশের হোমিও চিকিৎসকরা আগামীতে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো বলেও বলেন বক্তারা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.