|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর সাহিত্য একাডেমিতে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ আগস্ট, ২০২২
চাঁদপুর সাহিত্য একাডেমির আয়োজনে জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পাশাপাশি জাতীয় কবিকে নিবেদন করে কবিতা আবৃত্তি ও গান পরিবেশ করা হবে।
এসব তথ্য জানিয়ে চাঁদপুর শহরের জোড়পকুর পাড়স্থ চাঁদপুর সাহিত্য একাডেমির এডহক কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন শান্ত বলেন, আমাদের চাঁদপুর সাহিত্য একাডেমির গঠনতন্ত্রের ৭ এর আর্দশ ও উদ্দেশ্য অনু্চ্ছেদের (ঙ) উপ-ধারায় উল্লেখ আছে-” জাতীয় গুরুত্বপূর্ণ দিবস এবং জাতীয় ও আন্তর্জাতিক সাহিত্য ও ব্যক্তিত্বের জন্ম ও মৃত্যু দিবস পালন করা।” অথচ বিগত এক যুগ ধরে চাঁদপুর সাহিত্য একাডেমিতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী, শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম ও মৃত্যু দিবস, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, ১৬ই ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ‘বিজয় দিবস’ এর কোনটিই পালন করা হয়নি।
তিনি আরও বলেন, আমরা অতীত থেকে বেরিয়ে এসে গঠনতন্ত্র মোতাবেক চাঁদপুর সাহিত্য একাডেমি পরিচালনা করছি। আমাদের আয়োজিত এই অনুষ্ঠানে কবিপ্রেমী ও সাহিত্য অনুরাগী সকলের আমন্ত্রণ রইলো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.