|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ কালীতলা শ্রীশ্রী বুড়া-কালীতলা মন্দির চত্বরে আলোচনা সভাঃখাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২২
নওগাঁ আজ শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় নওগাঁ শহরের কালীতলা শ্রী শ্রী বুড়া মাতার পূজামণ্ডপ চত্বরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।
‘সব ধর্মই কল্যাণের কথা বলে অহিংসার বাণী প্রচার করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে চলেছেন। অসাম্প্রদায়িক চেতনার দল বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করা যায়।’,
নওগাঁর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন, পুলিশ সুপার রাশিদুল হক, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য তপন কুমার সেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নওগাঁ শাখার সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক বিভাস কুমার মজুমদারসহ অনেকে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.