|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দেশে যাতে অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সে জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২২
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প’র্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় অসাম্প্রদায়িক বাংলাদেশে অনাকাঙ্খিত কোনো ঘটনা যাতে না ঘটে সে জন্য সবাইকে সতর্ক থাকার পরাম’র্শ দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি মোঃ শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়।
সভায় সংসদ সদস্য ভবনের পাশে গাড়ি চলাচলের সময় হর্ণ না বাজানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।এছাড়াও স্ত্রী’-স্বামী সরকারি চাকরিতে কর্মরত থাকলে তাদের পাশাপাশি কর্মস্থলে পদায়নে বিশেষ লক্ষ্য রাখার সুপারিশ করা হয়।
সভায় বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক কার্যক্রম এবং দেশের সমসাময়িক পরিস্থিতির উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ এবং অন্যান্য সংস্থাসমূহের গৃহীত সার্বিক কার্যক্রমের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মোঃ হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী সভায় অংশগ্রহণ করেন।
সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, সচিব সুরক্ষা সেবা বিভাগ, মহা-পু’লিশ পরিদর্শকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মক’র্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.