ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নরসুন্দা নদে দখল করে প্রকাশ্যে এলাকার কতিপয় কিছু অসাধু লোক পানির প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ ভাবে বাঁশ,জাল, ভাঘা(মাছধরার যন্ত্র) দিয়ে অবাধে মাছ শিকার করছে। এসব ফাঁদ থেকে রেহাই পড়ছে না ছোট-বড় কোন মাছই।
স্থানীয়দের অভিযোগ, সিংরইল ইউনিয়নের ভোরের ঘাট , নান্দাইল ইউনিয়নে রসুলপুর ভান্নিঘাটা, পাঁচরুখী বাজারের পূর্বপাশে নরসুন্দার বিভিন্ন পয়েন্টে নদীতে বাঁশ ও সুতি জালের বাঁধ দিয়ে স্হানীয় প্রভাবশালী অবৈধভাবে মাছ ধরছেন। এতে নদীর পাড় ভাঙনের আশঙ্কা করছে বাসিন্দারা।
সুতিজাল দিয়ে মৎস্য সম্পদ নিধনের নিষেধাজ্ঞা আইন থাকলেও যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় কিছু অর্থলোভী অসাধু মৎস্য শিকারিদের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে মাছের বংশবিস্তার। সরকার কারেন্ট জাল উৎপাদনের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তি, বাজারজাত, ক্রয় ও ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিলে মাছের অভাব থেকে দেশ কিছুটা হলেও রক্ষা পাবে বলে মনে করেন সচেতন মহল।
নান্দাইল উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীনের কাছে জানাতে চাইলে তিনি বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া এবং বাঁধ ধ্বংস করা হয়েছে। তার পরেও যদি কোন অভিযোগ পাই তাহলে ইউএনও স্যারকে লিখিত অভিযোগ জানাই এবং মৎস্য অফিস ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান করে থাকি।