এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে সিএমবির জায়গার উপর অবৈধ বসতবাড়ির বাথরুমের খোলা লাইন রাখার ফলে মারাত্মক রোগের অর্বিভাব পরিবেশ দূষিত এলাকাবাসীর অভিযোগ ওঠেছে। আজ (২৩ আগষ্ট) বিরামপুর উপজেলার পৌর মহল্লার ৪নং ওয়ার্ড ভূক্ত কলাবাগান সংলগ্ন ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে সিএমবির জায়গার উপর অবৈধ ভাবে বাড়ি তৈরি করেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক্সরেম্যান ইসরাফিল।
এই ইস্রাফিল বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক্সেরেম্যান হিসাবে অনেক দিন যাবৎ চাকুরী করে আসছেন। তিনি সরকারী জায়গা সিএমবি এর উপর জবর দখল করে অবৈধ ভাবে একটি বাড়ি তৈরি করে ভাড়ায় পরিচালনা করে আসছেন।
উক্ত বাড়িটি ইসরাফিল আইনের কোন রকম তোয়াক্কা না করে জবরদখল করে তৈরি করেন। পাশাপাশি বাড়িটির মধ্যে যে টয়লেট তৈরি করেছেন তার লাইন বাহিরে বের করে দিয়েছেন কিন্তু হাউস এর সাথে কোন রকম সংযোগ করেন নাই। ফলে টয়লেট গুলো বাহিরে পড়তে থাকায় এলাকায় বসবাসরত জনসাধারণের স্বাস্হ্যহানির সহ মারাত্বক রোগের একমাত্র কারন হয়ে দাঁড়িয়েছেন। এবিষয়ে স্হানীয় বসবাসরত এলাকাবাসীর নিকট থেকে জানা যায় তারা বলেন,এই ইসরাফিল বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক্সেম্যান অবৈধ ভাবে সরকারি জায়গা সিএমবির উপর বাড়িটি তৈরি করেছেন। কিন্তু বাড়ির মধ্যে যে টয়লেট রয়েছে পরিত্যাক্ত মল গুলো বাহিরে ফাঁকা জায়গায় পড়তে থাকে। দির্ঘদিন এমন অবস্থা হওয়ার ফলে রোগ ব্যধির আক্রমণ বেড়ে যায়। এবিষয়ে ইসরাফিল কে বহুবার বলার পরও সে কর্ণপাত করেন নাই। তার এমন কাজের ফলে মানুষের জিবনের ঝুকি বেড়ে গেছে। এবিষয়ে উক্ত বাড়ির মালিক ইসরাফিলের নিকট জানতে চাইলে তিনি বলেন আমার বাড়ি আমি কখন কি করব তা আমার ব্যাপার বলে সরে পড়েন। এবিষয়ে স্হানীয় প্রশাসনের সূ-দৃষ্টি কামনা সহ উক্ত সরকারি জায়গার উপর অবৈধ বসতবাড়ি তৈরি এবং যথাযথ প্রক্রিয়ায় টয়লেট তৈরি না করায় জনসাধারণের জীবনের ঝুকি বেড়ে যাওয়ার ফলে পরিবেশ দূষিত করায় সরজমিনে তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্হা গ্রহণের জোর দাবি এলাকাবাসীর।