ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা
হোসেন্দী ইউনিয়নের বিভিন্ন স্থানে খাসজমি(নয়ন জুড়ি) উদ্ধারের লক্ষ্যে স্থান পরিদর্শন করেন উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার বেলা ১২ঘটিকা থেকে দিনব্যাপী উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী বাসষ্টান্ড,ভবানীপুর,ও হোসেন্দী ব্রীজ সংলগ্ন ব্রীজের নিচে দখলকৃত সরকারী খাস(নয়ন জুড়ি) জায়গা দখল মুক্ত করার জন্য পরিদর্শন করেন এবং দখলকৃত স্থান চিহ্নিত করেন।জানা যায় দীর্ঘদিন যাবৎ স্থানীয় প্রভাবশালী মহল ও কয়েকটি শিল্প প্রতিষ্ঠান সরকারী জায়গা দখল করে রেখেছে যা স্থানীয় জন সাধারণ জীবন মান উন্নয়নে বাধা স্বরুপ।পরিদর্শন দলে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক আমিরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃরাশেদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহসিন চৌধুরী, হোসেন্দী ইউঃপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃজাহাঙ্গীর হোসেন প্রধান, সাবেক চেয়ারম্যান ইউঃপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু,সাঃসম্পাদক সাহাব উদ্দীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, হোসেন্দী ইউনিয়নের ইউঃপি সদস্যবৃন্দ।
সরেজমিনে পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন,দীর্ঘদিন যাবৎ উপজেলা পরিষদের জায়গা প্রভাবশালীরা দখল করে আছে, আমরা জনগনের স্বার্থে সাড়া উপজেলায় দখলদারদের হাত থেকে সরকারী জমি উদ্ধার করবো।
উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরী বলেন,আমরা আজ হোসেন্দী ইউনিয়নের বিভিন্ন স্থানে দখলকৃত সরকারী জায়গা চিহ্নিত করেছি,দ্রুত তাঁদের নোটিশ দেওয়া হবে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।