মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি!
হবিগঞ্জের বাহুবলে উপজেলা প্রশাসনের অভিযানে ফুটপাত দখল করে অবৈধ ভাবে ব্যবসার দায়ে ও রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্নিত হওয়ার দায়ে ৫ প্রতিষ্ঠান কে জরিমানা প্রদান করা হয়!
সোমবার (২২ আগষ্ট ২২) ইং উপজেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান অবৈধ ভাবে ফুটপাত দখল করে যানবাহন চলাচলে বিঘ্নিত করায় এ অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের সুত্রে জানা যায়
রবিবার সন্ধ্যায় বাহুবল বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ২০,৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাহুবল বাজারের রাস্তা দখল মুক্ত করা হয় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স তদারকি করা হয়।
অভিযান পরিচালনা করেন মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,বাহুবল, হবিগঞ্জ।
সহযোগিতায় ছিলেন বাহুবল মডেল থানার একটি টীম।