সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া মহামায়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড মেম্বার শাহদাত হোসেন’র বিরুদ্ধে ৪০ শতক জমি দখলের পাঁয়তারা, তিন লক্ষ টাকা গাছের চারা নস্ট, মারধর সহ প্রাননাশের হুমকির অভিযোগ এনে গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) ছাগলনাইয়া থানা এজাহার দায়ের করে ভুক্তভোগী বিবি হাজেরা নামক এক গৃহবধু। তিনি মহামায়া ইউপিস্থ পশ্চিম দেবপুর গ্রামের প্রবাসী মোঃ ইব্রাহিম চৌধুরীর স্ত্রী। ভুক্তভোগী এজাহারে উল্লেখ করে বলে, ৪০ শতক জায়গাটি আমাদের ক্রয়কৃত যাহা মুল দলিল, বায়া দলিলের কপি, জমা খারিজ, দেওয়ানি মামলার রায়ের কপি, ডিগ্রীধারী দখলিয় লাল পতাকার রায়ের কপি, পল্লী আদালতের রায়ের কপি, গাছ উচ্ছেদের ছবির কপি এজাহার কপিতে সংযুক্ত করি। এজাহারে আরো উল্লেখ করে বলেন, গাছ উচ্ছেদের সময় ঘটনাস্থলে গেলে মেম্বার শাহাদাত ও তাঁর অনুসারী একই বাড়ির আবু তৈয়ব, শহীদুল ইসলাম, আবুল খায়ের, আবুল বশর ও জাহাঙ্গীর একযোগ হয়ে আমাকে ও আমার শাশুড়িকে মারধর টানা হেঁচড়া শুরু করলে আমাদের আত্মচিৎকারে পাশের জমিতে কাজ করা অবস্থায় লোকজন এসে আমাদের উদ্ধার করে। এসময় মেম্বার শাহাদাত ও তাঁর গংরা প্রকাশ্য বলতে থাকে থানায় কোন অভিযোগ দেওয়া হলে প্রাননাশ সহ বসতঘরে অগ্নিসংযোগ করা হবে। ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মিনুকে জিজ্ঞেস করলে তিনি বলেন, কয়েকবার পল্লী আদালতে সালিশী বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের সম্মতিক্রমে সার্ভেয়ার কর্তৃক মাপ পরিমাপ করে বাঁশের খুঁটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় এবংকি পল্লী আদালতের করা কপি ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু তিনদিন পর মেম্বার শাহাদাত গাছের চারা উপড়ে ফেলায় মর্মাহত হয়েছে বলে মত প্রকাশ করেন। পাশাপাশি পল্লী আদালত সহ জেলা আদালতের রায়কে শাহাদাত মেম্বার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। তাঁর যথাযথ শাস্তি হওয়া দরকার বলেও মত প্রকাশ করেন।
এলাকাবাসীরা জানান, মেম্বার শাহদাত অল্প বয়সে ক্ষমতার মসনদ পাওয়ায় এবংকি কিছু নষ্ট জনপ্রতিনিধির কথা শুনে সে বেপরোয়া হয়ে উঠছে। ঐ নস্ট জনপ্রতিনিধিরা মেম্বার শাহাদাতকে কুবুদ্ধি দিয়ে আরেকজনের ক্রয়কৃত সম্পত্তি দখলের ইন্ধন দিচ্ছে বলে মত প্রকাশ করে। কিন্তু মেম্বার কার খুঁটির জোরে, কার ইশারায় আইন কানুন, পল্লী আদালত এবংকি নিয়মনীতিকে তোয়াক্কা না করে বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছে। নাম জানলেও ভয়ে বলতে অস্বীকৃতি জানান।
অপরদিকে ছাগলনাইয়া ভূমি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, ভুক্তভোগীদের সকল দলিলপত্র বৈধ বলে মন্তব্য করেন। এজাহারের ভিত্তিতে ছাগলনাইয়া থানা এসআই মোঃ নেসার’র নেতৃত্বে একদল পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানাযায়।