উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় সাবানের গায়ের মূল্য মুছে দিয়ে মার্কার পেন দিয়ে অতিরিক্ত মূল্য লেখায় এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, কেক, পাউরুটি ও আইসক্রিম বিক্রয় করার অপরাধে আরো ৩ টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার ২২ আগষ্ট নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া ও ডিগ্রি কলেজ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো-বাঙ্গাবাড়িয়া এলাকার মা ডিপার্টমেন্টাল স্টোর ও সাগর স্টোর এবং ডিগ্রীর মোড় এলাকার সাদিক স্টোর ও মিলন হোটেল। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন।
সত্যতা নিশ্চিত করে শামীম হোসেন প্রতিবেদক কে জানান, বাজার তদারকি করতে বাঙ্গাবাড়িয়া ও ডিগ্রি কলেজ মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বাঙ্গাবাড়িয়া এলাকার মা ডিপার্টমেন্টাল স্টোরকে সাবানের গায়ের মূল্য মুছে দিয়ে মার্কার পেন দিয়ে অতিরিক্ত মূল্য লেখা দেখা যায়। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও ২শ’ ২০টি সাবান জব্দ করা হয়।
এছাড়াও ডিগ্রীর মোড় এলাকায় মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, কেক, পাউরুটি ও আইসক্রিম বিক্রয় করার অপরাধে সাগর স্টোরকে ৫শ টাকা, সাদিক স্টোরকে ১৫শ টাকা এবং মিলন হোটেলকে ৫শ টাকাসহ মোট ১২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তাদের সার্থে এমন তদারকি অভিযান আগামীতেও চলমান থাকবে বলেও জানান অভিযানিক কর্মকর্তা।