|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুর হাজীগঞ্জ সহ ৮ উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ আগস্ট, ২০২২
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুর হাজীগঞ্জ সহ ৮ উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
হাজীগঞ্জ, কচুয়া, শাহরাস্তি,মতলব,ফরিদগঞ্জ, হাইমচর,চাঁদপুর সদর,মতলব উত্তর সহ হিন্দু সম্প্রদায়ের
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়া থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ণ জিউড় আখড়ায় এসে সমাপ্ত হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহা-পরিচালক (ডিজি) প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন হাজীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক। জন্মাষ্টমী উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিধুভূষণ রায় সুজনের সভাপতিত্বে ও রতন সরকারের আয়োজনো অনুষ্ঠিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শ্রী শ্রী রাজা লক্ষ¥ী নারায়ণ জিউড় আখড়ার সভাপতি দিলিপ কুমার সাহা, সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুন, নিহার রঞ্জন হালদার মিলন, তপন কুমার পাল, লিটন পাল, হাজীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটা. প্রাণ কৃষ্ণ সাহা মনা, পৌরসভা শাখার সভাপতি রাধা কান্ত দাস রাজু, দুলাল দাস, শ্যামল সাহা, বাবুল দাস, গোপাল সাহা, বিধান সাহা, যুগল কৃষ্ণ হালদার, দিলিপ রায়, মিহির রায়, প্রিয় লাল দেবনাথ, শিমুল সিকদার প্রমূখ। র্যালি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সন্ধ্যা ৭টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ১১টায় কৃষ্ণ পুজা অনুষ্ঠিত হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.