|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুর পৌরসভায় ভোটার তালিকায় ছবি উত্তোলন পরিদর্শনে জেলানির্বাচন অফিসার শাহীনুর আলম- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ আগস্ট, ২০২২
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম/২২ এর দ্বিতীয় ধাপ ছবি উত্তোলন পরির্দশন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন অফিসার শাহীনুর আলম প্রামাণিক।
শুক্রবার (১৯ আগষ্ট) বিকাল ৩টায় বিরামপুর পৌর সভায় ১,২,৩নং ওয়ার্ডর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের দ্বিতীয় ধাপ ছবি উত্তোলন পরির্দশন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন অফিসার শাহীনুর আলম প্রামাণিক।
এসময় বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আতাউল হক আতাউর, বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার মেরাজ হোসেন, ১নং পৌর কাউন্সিলর আব্দুল মান্নান, ২নং পৌর কাউন্সিলর নুরে আলম, ৩নং পৌর কাউন্সিল প্রফেসর মোজ্জামেল হক, সুপারভাইজার মিজানুর রহমান মিজান, তথ্যসংগ্রহকারীদ্বয় মেজবাউল হক মাসুম, তাইজুল ইসলাম তাজুল, শারমিন আক্তার চুমকি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ২য় ধাপ ছবি উত্তোলন পরির্দশন শেষে প্রধান অতিথি দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন অফিসার শাহীনুর আলম প্রামাণিক বলেন, আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকবৃন্দ নির্ভুল ভাবে তথ্যসংগ্রহ করেছেন। সেই সঙ্গে ছবি উত্তোলন টিমও নিখুঁত ভাবে ডাটা এন্টিসহ ছবি উত্তোলন করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.