|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় অবৈধভাবে প্রকাশ্য পুরাতন ব্যাটারী আগুন- পুড়ে জনজীবণ অতিষ্ঠ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২২
নওগাঁর আত্রাই- রানীনগর অাবাপুকুরে চলছে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরীর কারখানা এই বিষাক্ত ধোঁয়া পরিবেশ দূষিত এলাকা জনসাধারন অতিষ্ঠ প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে জমজমাট ভাবে ব্যাবসা চালিয়ে যাচ্ছে।
নওগাঁর আত্রাই মনিয়ারী ইউনিয়নের কচুয়া গ্রামে ও শাহাগোলা রেল স্টেশন থেকে ১ কিলোমিটার ভিতরে গ্রামের শেষ মাথায় পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরী করছে। এই কারখানা দুটির মালিক রাণীনগর উপজেলার আবাদপুকুর এলাকার ভাই ভাই সাইকেল স্টোরের মালিক মোঃ শয়নুল ইসলাম। এই কারখানার দুষিত ধোঁয়ায় এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, কচুয়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক ১ ব্যাক্তি জানান প্রতিদিন রাত ০৯:০০ হইতে ভোর ০৪:০০ ঘটিকা পর্যন্ত এরা ব্যাটারীর প্লেট আগুনে জ্বালিয়ে সিসা তৈরী করে।
রাতে যখন ব্যাটারীর প্লেট আগুনে জ্বালিয়ে সিসা তৈরীর কাজ করা হয়, তখন কারখানার আশেপাশের দুই তিন কিলোমিটার এলাকাজুড়ে গন্ধ ছড়ায়।
এই এসিডের ধোঁয়া আশেপাশের গ্রামে বাড়ির ভিতরে ঢোকে ও বসবাসকারী লোকজনের চোখ মুখ প্রচুর জ্বালা করে নিশ্বাস নিতে অনেক কষ্ট হয়। বিশেষ করে বৃদ্ধ ও ছোট শিশুরা এই কারখানার ধোঁয়ার কারণে প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
কারখানাটি পাকা রাস্তা সংলগ্ন হওয়ার দিনের বেলায়ও এই কারখানার এসিডের গন্ধে কোমলমতি শিশুদের ও এলাকাবাসীর রাস্তা দিয়ে চলাচল করা কষ্টস্বার্ধ হয়েছে
ও এই কারখানার আশপাশের জমির ঘাস কেটে এলাকাবাসী গবাদিপশুকেও খাওয়াতে পারছেনা পশুর মৃত্যুর ভয়ে।
কারখানার শ্রমিকদের গণমাধ্যম কর্মীরা জিগ্যেস করলে আপনারা এই কারখানায় কাজ করেন কিভাবে এরতো প্রচুর গন্ধ,আইন শৃঙ্খলা বাহিনী কিছু বলেনা?
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান চুলা জ্বালিয়ে সিসা তৈরীর কাজ করার সময় আমাদেরও এই ধোঁয়ার কারণে অনেক কষ্ট হয় চোখ মুখ জ্বালা করে তবুও কাজ করি, কি আর করার। কয়েকদিন আগে আমাদের ভোঁপাড়া ঈদগা মাঠ সংলগ্ন ২ টি কারখানা বন্ধ করে দিয়েছে। এলাকাবাসীর অভিযোগে,আত্রাই উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেয়।
এরই সুত্র ধরে গণমাধ্যম কর্মীরা ভোঁপাড়া ঈদগাঁ মাঠ সংলগ্ন কারখানা এলাকায় গেলে। এলাকাবাসী জানান।
এই সিসা কারখানার জন্য আমাদের এলাকার অনেক গরু ছাগল মারা যায় ও কারখানার আশেপাশের জমির ধান নষ্ট হয়ে যায়, যার কারণে উপজেলা প্রশাসনকে আমরা অবগত করি, তারা তাৎক্ষণিক কারখানা গুলো বন্ধ করে দিয়েছে।
কচুয়ার কারখানা বন্ধ করতে, কচুয়া ও মস্কিপুর গ্রাম বাসী। শাহাগোলা রেলস্টেশনে হইতে ফাঁকা মাঠের ভিতর কারখানাটি বন্ধ করতে রেল স্টেশন বাজারের লোকজন অতি দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দিতে।
বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওসি আত্রাই, আত্রাই উপজেলা প্রশাসন , পুলিশ সুপার নওগাঁ ও জেলা প্রশাসক নওগাঁ মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন সুশীল সমাজ ও জনসাধারণ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.