|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলব উত্তরে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২২
১৫ আগস্ট ১৯৭৫ সালে, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন।
ঐদিন তিনি ছাড়াও নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ নিহত হন আরো ১৬ জন।
সেই ভয়াবহ রাতে শাহাদাৎ বরণ করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের স্মরণে ১৫ আগষ্ট সোমবার চাঁদপুর মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অলিপুর উচ্চ বিদ্যালয় মাঠে মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য রিয়াজুল হাসান রিয়াজ এর সভাপতিত্বে ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজা ও ফখরুল ইসলাম রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের পাশাপাশি এলাকাবাসী।
পরিশেষে, দোয়া ও মোনাজাত শেষে সকলকে তবারক বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.