|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারণ করে চলতে হবে: মেজর রফিক–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২২
১৫ আগস্ট একদিনের জন্য জাতীয় শোক দিবস পালন করা হয়। পরের দিন থেকে সবকিছু ভুলে যাই। এমনটি করলে হবেনা। বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারণ করে এগিয়ে যেতে হবে। যারা দলের মধ্যে ঘাপটি মেরে বসে আছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
কারণ, স্বাধীনতাবিরোধী অপশক্তি, আন্তর্জাতিক মহলের সাথে আঁতাত করে দলের (আওয়ামী লীগ) একটি অংশ ষড়যন্ত্রে লিপ্ত।
কথাগুলো বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। সোমবার (১৫ আগস্ট) সকালে হাজীগঞ্জ পৌরসভা চত্ত্বরে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় একথা বলেন।
এর আগে তিনি পৌরসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরুর উপস্থাপনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম, সাবেক সাধারন সম্পাদক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, মো. আজাদ হোসেন ও রোকেয়া বেগম, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাসীন ফারুক মুরাদ, সুমন তপাদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন, বিল্লাল হোসেন, সামছুজ্জামান মুন্সী, মো. শাহআলম, সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তার ও নাজমুন নাহার উপস্থিত ছিলেন।
এসময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু উপস্থিত ছিলেন
দলীয় নেতৃবৃন্দের মধ্যে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.