|| ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মশ্বিমনগর ইউনিয়নে যুবলীগের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২২
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নে যুবলীগের উদ্যোগে ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল সংগঠনের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগষ্ট-২০২২) বিকালে মশ্বিমনগর ইউনিয়নের কাঁঠালতলা বাজারে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মশ্বিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি দীপঙ্কর হালদার এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদুল হক শিহাব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম রিপন। এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা যুবলীগ নেতা ইয়াহিয়া রাজ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস রানা, আওয়ামী লীগ নেতা ইকবাল হাসান শাহীন, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজু আহমেদ, মশ্বিমনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুল সামাদ, ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, সরোয়ার হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধি সমাজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.