|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে জালাল উদ্দীন মাষ্টারের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রত্যন্ত পল্লীতে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। উপজেলার রাজাবাড়িয়া বাজারে বিকালে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টারের পৃষ্টপোষকতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হক গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম তমিজি হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি শেখ আবু রায়হান রিপন
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বাবুল
এডভোকেট আব্দুল ওয়াদুদ ভূইয়া,বীর মুক্তিযোদ্ধা আকবর আলী অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম মানবিক বাংলাদেশ সোসাইটি গাজীপুর শাখার সহ-সভাপতি মাঈনউদ্দিন মানিক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আকতার হোসেন ভূঁইয়া শরীফ নেতৃবৃন্দ ১৯৭৫সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ সপরিবারে নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। উপজেলার প্রত্যন্ত পল্লীতে জাতীয় শোক দিবস প্রথম বারের মত পালন করায় এলাকাবাসী আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.