|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হবিগঞ্জের বাহুবলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২২
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রামের প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনা ঘটেছে!
রবিবার (১৪ আগস্ট২২) ইং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবক উপজেলার লামাতাশি ইউনিয়নের দ্বিমুড়া গ্রামের (প্রবাসী) তাহির মিয়ার ছেলে মোঃ আলম মিয়া (২০)!
খবর পেয়ে বাহুবল থানা পুলিশের একটি দল মিরপুর ইউনিয়নের ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করেন।
ও লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
লাশ টি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়!
স্থানীয় সুত্রে জানা যায়
দ্বিমুড়া গ্রামের কুতুব মেম্বার গং দের সাথে কাজল মহরি গংদের বিরোধ ছিল।
কিছুদিন পূর্বে কাজল মহরি গংদের লোকেরা বসিনা বাজারে প্রকাশ্যে কুতুব মেম্বারের উপর এলোপাতারি আক্রমণ করে।
এতে করে কুতুব মেম্বার মারাত্মক আহত হয় এবং মামলা মোকাদ্দমা হয়!
কাজল মহরিসহ অনেকে এখন পর্যন্ত জেলহাজতে রয়েছে!
পুর্ব বিরুদ্ধে জের ধরে আক্রমণের প্রতিশোধ নিতে
কুতুব মিয়ার ছেলেরা কাজল মহরিরর পক্ষের, তাহির মিয়ার ছেলে মোঃ আলমকে মিরপুর পেট্রোল পাম্পের কাছে একা পেয়ে চুরিকাঘাত করে। আলম মাটিতে লুঠিয়ে পরে!
স্থানীয়রা এগিয়ে এসে আলম কে উদ্ধার করে চিকিৎসা জন্য নিয়ে যায়।
কর্তৃব্যরত চিকিৎসক আলম কে মৃত্যু ঘোষণা করেন।
ঘটনায় সন্ধেহভাজন একজন কে পুলিশ আটক করে জিজ্ঞেসা বাদ করেছেন।
জিজ্ঞেসাবাদে খুনের ঘটনার সাথে জড়িত প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি তদন্ত প্রজিত কুমার দাস।
বিষয় টি নিশ্চিত করেন বাহুবল থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস।
তিনি জানান ঘটনা স্থলে পুলিশ নিয়োগ করা হয়েছে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শুনসান নিরবতা বিরাজ করছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.