|| ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোক সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২২
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মহসিন আলী'র উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ের হল রুমে এ দিবস পালন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব শর্মার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজ্বী মোঃ মহসিন আলী, ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য জিয়াউদ্দিন শিমুল, পিটিআই সদস্য ডাঃ সাইফুল ইসলাম।
আলোচনা সভায় হাজ্বী মহসিন আলী বলেন শোকাবহ ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদসহ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনকর্ম তুলে ধরে বলেন, বাংলাদেশে অনেক নেতা জন্ম নিয়েছেন কিন্তু একমাত্র বঙ্গবন্ধুই বাঙালী জাতিকে স্বাধীনতার স্বাদ এনে দিতে পেরেছিলেন। বঙ্গবন্ধুকে আমাদের জানা উচিত পরিপূর্ণভাবে, দেশের প্রতি, ভাষার প্রতি সর্বোপরি মানুষের প্রতি তাঁর ভালোবাসা কতোটা গভীর, কতোটা আন্তরিক ছিল। তিনি আরো বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পৃথিবীর ইতিহাস থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন।
অত্র বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ তাঁর আত্মজীবনীকে স্বরন করে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সভায় মোঃ মাওলানা ইস্রাফিল হোসেন'র পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আবুল কালাম আজাদ, মোঃ এরশাদ উল্যাহ্, শিক্ষক শিক্ষিকা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.