|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গজারিয়ায় নানান কর্মসূচিতে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় শোক দিবস উদযাপন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২২
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা
১৫ আগস্ট ২০২২ ইং তারিখ রোজ সোমবার ১১ঃ৩০ঘটিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নানান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেন।
এ উপলক্ষে গজারিয়া উপজেলার লক্ষীপুরা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব সারোয়ার আহম্মেদ ফরাজীর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু সালেহ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী। এছাড়া আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জনাব মোঃ আব্দুর রব মামুন, গনসংযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক জনাব মোঃ মফিজুল ইসলাম, উপ প্রচার সম্পাদক জানাব নাজমুল হুদা মোল্লা, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক দপ্তর সম্পাদক সিকদার মোঃ জামান, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এম আহমেদ রাছেল, ফয়সাল আহমেদ বাবু, ইলিয়াস বেপারী, ভবেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব ফেরদৌস ওয়াহিদ টিটু, ভবেরচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বেলাল ভূইয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন এবং জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে।
সভা শেষে স্থানীয় কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের পাশাপাশি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন ময়দানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জনাব আলহাজ্ব মোঃ শাহ আলম এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া খাবার বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আমিরুল ইসলাম।
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্যে মোনাজাত করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.