|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ আগস্ট, ২০২২
আজ বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে সুযোগ্য জেলা প্রশাসক চাঁদপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর সহকারী পরিচালক জনাব নুর হোসেন এর নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় চাঁদপুর সদরের মাতৃছায়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ১৫০০০/- টাকা জরমানা করা হয়েছে।
এবং নতুন বাজার পাল বাজারের সবজি বাজারে ২৪০০০/- সহ মোট ৩৯০০০/- জরিমানা আদায়।
জনাব নূর হোসেন জানান, অভিযানে হাজী মহসিন রোডস্থ মাতৃছায়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নির্ধারিত সেবা মূল্যের চেয়ে দাম বেশি রাখায় ১৫০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এছাড়াও সদরের পাল বাজারে কাঁচা বাজারে অনিয়ম রোধে এবং সব্জির দাম নাগালের মধ্যে রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে।
এতে মূল্য তালিকা না থাকায় এবং অন্যান্য ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে ৭ টি প্রতিষ্ঠানকে মোট ২৪,০০০/- জরিমানা করা হয়।সর্বমোট ৮ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক ৩৯,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
বাজার তদারকি অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকশ টিম।
অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.