বিরামপুরে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রতিষ্ঠানিকীকরণ উপজেলা কর্মশালা (ইউনিয়ন পরিষদভিক্তিক ভালো শিখন চিহ্নিতকরণ) কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং (এইচএলপি) সহযোগিতায় এই
শিখন প্রতিষ্ঠানিকীকরণ কর্মশালা অনু্ষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এবং ইএসডিও শাহ মোহাম্মদ আমিনুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
উপজেলার চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় ক্রমানুসারে উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত,প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যানদ্বয় হুমায়ুন কবির বাদশা, আব্দুর রাজ্জাক, ইউনুস আলী মন্ডল, আবুল কালাম আজাদ, রহমত আলী, চিত্ত রঞ্জন পাহান ও আঃ মালেক মন্ডল প্রমুখ।
উক্ত কর্মশালায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ, সচিবববৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ নেন।