দিনাজপুরের বিরামপুরে কানে ইয়ার ফোন লাগিয়ে মোবাইলে গান শুনার সময় ট্রেনের ধাক্কায় শাহারিয়ার হাসান (১৫) নামের এক নবম শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত শাহারিয়ার হাসান পৌর শহরের ইসলামপাড়া মহল্লার মোঃ মাহাফুজুর ইসলাম মুক্তারের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের হিলি (হাকিমপুর) জিআরপি পুলিশ ফারির উপ-পরিদর্শক কায়কোবাদ।
জানা যায় গত শনিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পৌর শহর এলাকা চাঁদপুর মধ্যপাড়া গ্রামের পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
হিলি সেকশন ১০ এসপির টিম্যান আন্না বেগম জানান, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর ষ্টেশনে আসছিলো। পথে পৌর শহর এলাকা চাঁদপুর মধ্যপাড়া গ্রামের পাশে রেললাইনে বসে কানে ইয়ার ফোন লাগিয়ে মোবাইলে গান শুনছিলো নিহত শাহারিয়ার হাসান। এসময় ট্রেনটি শাহারিয়ার হাসানকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়।
বাংলাদেশ রেলওয়ের হিলি (হাকিমপুর) জিআরপি পুলিশ ফারির উপ-পরিদর্শক কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পার্বতীপুর জিআরপি রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-১৫/