|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খেলাধুলা স্মার্টফোনের আসক্তি কমিয়ে খেলাধুলায় মনোনিবেশ করে দক্ষ সমাজ তৈরী করতে পারে। -হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২২
খেলাধুলা স্মার্ট ফোনের আসক্তি কমিয়ে খেলাধুলায় মনোনিবেশ করে দক্ষ যুবসমাজ তৈরী করতে পারে। খেলাধুলা শরীরকে সুস্হ ও মনকে প্রফুল্ল রাখে।তাই উন্নত জাতী গঠনে খেলাধুলার বিকল্প নেই।খেলাধুলার
মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে।আমাদের সোনার ছেলেরা খেলাধুলার মাধ্যমে
বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিতি ঘটিয়েছে।
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস - এমপি এসব কথা বলেন। আজ ১৩ আগষ্ট শনিবার বাজুয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত আন্ত ওয়ার্ড পযায়ে ফুটবল টুর্ন্নামেন্ট চুড়ান্ত খেলায় প্রধান অতিথির বক্তিতায় এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার রায়,উপজেলা সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয়কৃষ্ণ রায়।যুগ্ম সম্পাদক আব্দুল কাদের,দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত,বাজুয়া ইউনিয়ন
উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার মন্ডল।
উপস্হিত ছিলেন বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপারাজিত মন্ডল অপু,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার রায়,বাজুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উৎপল দাস,প্যানেল চেয়ারম্যান অসিম রায়,ইউপি সদস্য দীনবন্ধু মন্ডল,ইউপি সদস্য জয়দেব রায় ইউপি সদস্য বিশ্বজিত সরকার,ইউপি সদস্য মাখন ঘোরামী সংরক্ষিত আসনের সদস্য কনিকা পোদ্দার মিনতী রায় ও রুমা রায়। আমেদের খুলনা বিভাগীয় প্রধান স্বপন কুমার রায় জেনান
হাজার ক্রিড়ামুদি দর্শকের সমগমে মাঠটি পরিপুর্ণ হয়ে উঠে ব্যাপক প্রতিদদ্বিতার মধ্যে টুর্ন্নামেন্ট এ বাজুয়া ৫ নং ওর্য়াডের এর প্যানেল চেয়ারম্যান( ১) উৎপল দাস ও ৯ নং ওর্য়াডের ইউপি সদস্য জয়দেব রায়ের ওয়ার্ডের সাথে প্রতি (২) অসিম রায় এর সাথে প্রতিদ্বন্দিতা ৫ নং ওর্য়াড ০৩ -০ গোলে ৯ নং ওর্য়াড ফুটবল দল কে পরাজিত করে। খেলায় ম্যান অবদ্যা ম্যাচ -রাসেল,ম্যান অবদ্যা সিরিজ -চয়ন,উদীয়মান খেলোয়াড স্বাধীন,সেরা স্ট্রাইকার দিলীপ,সেরা গোলকিপার অন্তু নির্বাচিত হয়।
.
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.