|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় বাল্যবিয়ের কুফল ও স্বাস্হ্য সচেতনতা বিষয়ে আলোচনা সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২২
নওগাঁর মান্দায় বাল্যবিয়ের কুফল ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান।
মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আনিছার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ্ আলম, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, বাশিস মান্দা শাখার সভাপতি গোলাম সোরয়ার স্বপন, গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনুপ কুমার মহন্ত, উপজেলা স্কাউটস কমিশনার আব্দুল জব্বার জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.