|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দ্রব্যমূল্য বৃদ্ধি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে , মন্ত্রী তাজুল ইসলাম-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২২
আজ ঢাকা রাজধানীর রিপোর্টার্স ইউনিটের উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়।
মন্ত্রী এক বক্তব্য পেলেন
করোনা মহাসংকটের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এটি সাময়িক।
এ সংকট মোকাবেলায় দেশের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐকবদ্ধ্য থাকতে হবে। দেশের মানুষ কষ্টে থাকুক এটা বঙ্গবন্ধু কন্যা কখনোই চাননা। জাতির পিতা দেশ স্বাধীন করেছেন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করে মুখে হাসি ফোটানোর জন্য। সেই লক্ষ্য পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলমান। এই যুদ্ধের কারণে সারাবিশ্বেই এখন টালমাটাল অবস্থা। অর্থনীতি, সামাজিক অবস্থা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সবকিছু নিয়েই মানুষ আতঙ্কিত।
এখন আবার তাইওয়ান-চায়না উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেটির প্রভাব কিন্তু সারাবিশ্বে পড়বে। পৃথিবীতে কি হতে যাচ্ছে ভবিষ্যত বাণী করা কঠিন। সার্বিকভাবে বাংলাদেশ সরকার সতর্ক অবস্থানে রয়েছে। থাকবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,জয় হোক বাংলার মেহনতী মানুষের জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.