|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, রাতভর দুর্ভোগে যাএীদের-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২২
টাঙ্গাইলে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে রাতভর দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। বুধবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশনে আসার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল হওয়া লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের মেরামত কাজ শেষ হলে বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ৬টা ২৫ মিনিটে ছেড়ে যায়।
লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা জানান, ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে যাত্রা বিরতি দেয়। তবে যাত্রা বিরতির সময় শেষ হলেও ট্রেনটি ছাড়া হয়নি। প্রথমে সবাই ভেবেছিল হয়ত কোনো ট্রেন ক্রসিং করবে তাই সময় লাগছে। কিন্তু পরে জানা গেলো ট্রেনটির ইঞ্জিন বিকল। স্টেশন থেকে প্রথমে জানানো হলো ঢাকা থেকে ইঞ্জিন আনা হবে। কিন্তু তা না এনে ইঞ্জিন মেরামত কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। এতে সারা রাত দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাস্টার রেজাউল করিম জানান, লালমনি এক্সপ্রেস ট্রেনটি রেল স্টেশনে যাত্রা বিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিন চালু হচ্ছিল না। পরে ইঞ্জিন মেরামত শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি লালমনিরহাটের উদ্দ্যেশে ছেড়ে গেছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.