|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কাশিমপুর উবির সভাপতির বিরোদ্ধে নিয়োগ বানিজ্য ও স্বজন প্রিতির অভিযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২২
মতলব দক্ষিন উপজেলার কাশিমপুর পুরন উচ্চ বিদ্যালয়ের সভাপতির বিরোদ্ধে নিয়োগ বানিজ্যে ও স্বজন প্রিতির অভিযোগ উঠেছে ।
জানাযায় ৯ আগষ্ট কাশিমপুর উচ্চ বিদ্যালয়ে ১জন আয়া ১জন পরিচ্ছন্ন কর্মী, ১জন অফিস সহায়ক ও ১জন কম্পিউটার ল্যাব অপরেটর মোট চার জনের নিয়োগ পরিক্ষা চাঁদপুর মাতৃপীঠ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এদের মধ্যে আয়া পদে ৫ জন আবেদন করেন তাদের মধ্যে ৪ জন পরিক্ষায় অংশগ্রহণ করেন, পরিচ্ছন্ন কর্মী পদে ৪ জন আবেদন করেন তাদের মধ্যে ৩ পরিক্ষায় অংশগ্রহণ করেন, অফিস সহায়ক পদে ৮ জনের মধ্যে ৭ জন অংশগ্রহণ করেন, এছাড়া কম্পিউটার ল্যাব অপরেটর ৫ জনের মধ্যে ২ জন উপস্থিত থাকায় তাদের পরিক্ষা স্থগিত করা হয় ।
নিয়োগ পরিক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা হলেন আয়া পদে হাফসা বেগম, অফিস সহকারি পদে উৎপান গনি ও পরিচ্ছন্ন কর্মী সাখাওয়াত হোসেন, শাখাওয়াত হোসেন সভাপতির আপন ভাতিজা । হাফসা বেগমকে চাকরী দিতে তার পরিবারের কাছ থেকে ৩ লক্ষ টাকা নিয়েছে বলে জানান এলাকার একাধিক ব্যাক্তিরা ।
আয়া পদে পরিক্ষার্থী তানজিলা আক্তারের স্বামী শিপন বলেন আমার স্ত্রীকে চাকরী দেওয়ার কথা বলে বিদ্যালয়ের সভাপতি বিল্লাল হোসেন আমার কাছ থেকে দের লক্ষ টাকা নিয়েও চাকরী দেননী। আমি স্ত্রীর চাকরীর জন্য জমি বিক্রি করে টাকা দিয়েছি । এছারাও সাদ্দাম নামে একজনের কাছ থেকে ৮৫ হাজার টাকা নিয়েছিলেন অফিস সহায়ক পদে চাকরী দেওয়ার কথা বলে । এ বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি কামনা করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপংকর সরকার বলেন টাকা লেনদেনের বিষয়ে আমি কিছু জানিনা। সভাপতির সাথে কথা বলেন ।
বিদ্যালয়ের সভাপতি বিল্লাল হোসেনকে ০১৩০১২৭২২৭৫ মোবাইল নাম্বারে একাধিক বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান বলেন সরকারী বিধি মোতাবেক নিয়েগ পরিক্ষা হয়েছে । টাকা কে নিয়েছে এ বিষয়ে আমি কিছু জানিনা ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.