|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় ভোটার তালিকা হালনাগাদের ছবি তোলা শুরু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ আগস্ট, ২০২২
ফেনীর ছাগলনাইয়া উপজেলা ভোটার তালিকা হালনাগাদ এর ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকাল ৯ টায় থেকে উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল। এসময় উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়ন পরিষদের ২ নং প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোঃ সাদেক ও ইউপি সদস্য মিজানুর রহমান মিজান সহ নির্বাচন অফিসের অন্যন্য কর্মকর্তা।
নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, ছাগলনাইয়া উপজেলায় ঘোপাল ইউনিয়নে ১ ও ২ নং ওয়ার্ডের ভোটার তালিকা ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে। যাতে রোহিঙ্গা শরনার্থীরা কোন রকম ভোটার হতে না পারে সেদিকে আমরা সজাগ আছি। এবংকি ইউপি চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহবান জানান। ভোটার তালিকা ছবি তোলার কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদের কর্মকাণ্ডের জন্য সন্তোষ প্রকাশ করেন নির্বাচন কর্মকর্তা। তিনি আরো জানান, আজকে ঘোপাল ইউনিয়ন পরিষদ হতে এ কার্যক্রম শুরু হয়েছে পর্যায়ক্রমে সকল পরিষদে ছবি তোলার কার্যক্রম অব্যাহত থাকবে।
অপরদিকে ছবি তোলার জন্য লাইনে যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, টাকার বিনিময়ে অনেকেই লাইনচ্যুত হয়ে ভিতরে ডুকে পড়ে। এবংকি পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রতিনিধি না থাকাতে অনেকেই বিড়ম্বনার স্বীকার হয়েছে বলে অভিযোগ করে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারগন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.