|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে ৬০ বছর বয়সী ব্যক্তির আত্মহত্যা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ আগস্ট, ২০২২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে । মৃত ওই ব্যক্তির নাম আজহার আলী (৬০)। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড়খাটামারি গ্রামের পাঁচমাথা এলাকার মৃত বছির উদ্দিন বেপারীর ছেলে।
জানাগেছে, বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আজহার আলী। দুপুর বারোটার দিকে বাড়ির পাশে একটি গাছের সাথে ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখতে পায় পরিবারের লোকজন। পরে বিষয়টি গ্রাম পুলিশ শাহ আলমকে জানালে তিনি ভূরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করে।
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী বলেন, নিহতের ছেলে রুবেল হোসেন জুয়া খেলার সাথে জড়িত। সে এ জন্য অনেক ঋন করেছে, কিছুদিন আগে ৮ শতাংশ জমি বিক্রি করে কিছু ঋন পরিশোধও করে। সে জুয়া খেলা ছেড়ে না দেওয়ায় ভবিষ্যতে আরো জমি বিক্রি করে ঋন পরিশোধ করা লাগতে পারে এবং ছেলেকে জুয়া কারবারি থেকে ফিরিয়ে আনতে না পেরে সে হতাশা থেকে আত্মহত্যা করতে পারে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মঈন উদ্দিন জানান, মৃত আজহার আলী একজন মানসিক রোগী ছিলেন, সবার অজান্তেই আজ এ ঘটনাটি ঘটে। নিহতের ছেলে রুবেল সে ছেলে মানুষ, মাঝে মাঝে একটু আধটু খেলে।
এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.