|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় জমিতে পানি না থাকায় আমন নিয়া দুশ্চিন্তায় কৃষক+দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ আগস্ট, ২০২২
চাঁদপুরের কচুয়ায় চলতি বর্ষা মসুম ফসলি জমিত পানি না থাকায় বুনা আমন নিয় দুচিন্তায় রয়েছেন কৃষক। লাভের আশায় উপজলার বিভিন্ন বয়স্ক কৃষকরা বুনা আমন ধানর আবাদ ঝুঁকছেন। এবার ফসলি জমিতে পানি না থাকায় বিপাকে রয়েছেন তারা। চলতি বছর বুনা আমন ধানর লক্ষমাত্রার ৫ হাজার হেক্টর জমিতে চাষাবাদ হলেও ধান হবে কিনা এ নিয়ে কৃষকরা শঙ্কায় রয়েছেন।
বেশকিছু কৃষকদের সাথ কথা বল জানাযায় বুনা আমন ধান করতে হলে চারা রোপণের উত্তম সময় হলা চৈত্র মাসের শেষের দিক। চলতি বছর বুনা আমন ধান চাষাবাদ হলে ও ফসলি জমিতে নাই কানা পানি। টানা কয়েক দিন বৃষ্টি হলেও এখন আর বৃষ্টির দেখা নাই। এতে করে জমিতে নাই কানা পানি। জমিত পানি না হলে কোনো ভাবেই বুনা আমনের আবাদ ঘর উঠানো সম্ভব নয়। কচুয়া উপজলার ১ থেকে ৫নং ইউনিয়ন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক বিল এ ধানের চাষাবাদ করা হলে ও পানি না থাকায় ফসল উঠানো নিয়ে দু:চিন্তায় রয়ছন কষক।
উপজেলা কৃষি অফিসার মো. সাফায়েল হাসান বলেন, চলতি বছরে কৃষকরা বুনা ধান অনেক কৃষকরাই চাষাবাদ করছেন, কি বৃষ্টির পানি ফসলি জমিতে পানি না থাকায় কাঙ্গিত ফসল পাওয়ার সম্ভাবনা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.