দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কৃষকরা আমন ধানের চারা রোপন শুরু করেছে ৷ উপজেলার প্রায় প্রতিটি কৃষি জমিতে আমন ধান রোপণ করা শুরু হয়েছে ৷
সোমবার (১ আগস্ট) সকালে সরোজমিনে দেখা যায় পৌর শহরের চরকাই ও জোলা গাড়ি মাঠে কৃষকেরা তার জমিতে আমন ধানের চারা রোপণ কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।
আমন চাষ বিশেষ করে আকাশের বৃষ্টির উপর নির্ভর করে কৃষকেরা অপেক্ষা করছিল ৷
অবশেষে আকাশের বৃষ্টি শুরু হওয়ার পর আবাদে ঝুঁকে পড়েছে কৃষকেরা৷
বিরামপুর উপজেলার আমন রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা ৷ উপজেলার বেশিরভাগ জমি প্রস্তুতির কাজ চললেও চারা রোপণের কাজ চলতি মৌসুমে অনুকূল থাকায় বীজতলা ক্ষতিগ্রস্ত না হওয়ায় আশানুরূপ চারা পাওয়ায় সময়মতোই চারা রোপনে কোমর বেঁধে মাঠে নেমেছে ৷
উপজেলা কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান, এবার উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিরামপুর কৃষি অফিস থেকে কৃষকের দ্বারপ্রান্তে গিয়ে বিভিন্ন প্রকার পরামর্শ ও উপদেশ দিয়ে থাকেন বলে জানিয়েছেন ৷