|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় পাওয়ার টিলার চালকের মর্মান্তিক মৃত্যু
প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০২২
নওগাঁয় আহসান হাবিব নামে পাওয়ার টিলারের চালকের মর্মান্তিক মৃত্যু
নওগাঁর মহাদেবপুরে জমি চাষ করার সময় পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে আহসান হাবীব (১৮) নামে ওই টিলারের চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সফাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
সফাপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু জানান, নিহত হাবীব ভাড়ায় অন্যের পাওয়ার টিলার দিয়ে জমি হাল চাষ করে দিতেন।
শনিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মথুরকৃষ্ণপুর গ্রামের পশ্চিম মাঠে জমি চাষ করার সময় আইলের সাথে ধাক্কা লাগলে চালক হাবীব তার পাওয়ার টিলার থেকে ছিটকে নীচে পড়ে যান। চলন্ত টিলারটি তার পেটের উপর দিয়ে যায়।
টিলারের ধারালো ফালের আঘাতে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। রাজশাহী নেয়ার পথে মান্দা উপজেলার সাবাইহাট এলাকায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.