|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনে দক্ষতা উন্নয়ন প্রকল্পে সাটিফিকেট প্রদান- দৈনিক বাংলার অধিকার।
প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২২
বাংলাদেশে তরুণ উদ্যোগতা তৈরি ও বাংলাদেশের অবকাঠামো শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে আইসিটি বিভাগ। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের তরুণ উদ্যোগতা তৈরি করতে সক্ষম হয়ে মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনে দক্ষতা উন্নয়ন প্রকল্প। মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ক্রস প্লাটফর্মে সক্ষমতা অর্জন করেছে প্রশিক্ষনার্থী। আজ বিকাল ৩ ঘটিকায় ঘোনাপাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আইসিটি বিভাগে নিদর্শনা অনুসারে সমাপনী ও সার্টিফিকেট বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ারুল ইসলাম ( যুগ্ন সচিব,প্রকল্প পরিচালক আইসিটি বিভাগ ),কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ. কে. এম. শহীদুল ইসলাম চৌধুরীর, মোঃ মোস্তাফা জামান ( জেনেক্স ইনফোসিস লিঃ), সুহাসিনী জান্নাত (ট্রেইনার জেনেক্স লিঃ) আরো উপস্থিত ছিলেন, প্রশিক্ষনার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জনাব মোঃ আনোয়ারুল ইসলাম ( যুগ্ন সচিব,প্রকল্প পরিচালক আইসিটি বিভাগ) প্রশিক্ষনার্থী উদেশ্য বলেন দক্ষ টেকসই জনগোষ্ঠীতে রুপান্তর করতে আইসিসির সেক্টর এর ভুমিকা অপরিসীম তাই নিজে অ্যাপ ডেভলপার হিসেবে গড়ে তুলো ও উন্নত দেশ গড়তে এগিয়ে আসো। আরো উল্লেখ করেন কোর্স সম্পন্ন করে অনেকে বিভিন্ন আইটি কোম্পানি চাকরি পেয়ে স্বাবলম্বী করেতে পেরেছে। প্রশিক্ষন নিয়ে তানভীর হাসান, ফয়সাল, রিয়াজ আহমেদ, সুদেব মজুমদার সহ আরো অনেকে বিভিন্ন সফটওয়্যার কম্পানিতে চাকরী ও আউটসোর্সিং করে স্বাবলম্বী হয়েছেন।
জনাব মোঃ আনোয়ারুল ইসলাম ( যুগ্ন সচিব,প্রকল্প পরিচালক) বক্তব্য শেষে প্রশিক্ষনার্থীদের সাটিফিকেট তুলে দেন এবং অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.