|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সমন্বয় সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২২
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ২৮ জুলাই বৃহস্পতিবার ৩ ঘটিকায় আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষ এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি মাওঃ মাহফুজ উল্যাহ ইউসুফি,সাধারণ সম্পাদক এস.বি. সবুজ ভদ্র, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহসভাপতি মাওলানা মোঃ জাকির হোসেন
অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে কেজি স্কুলগুলো নিজেদের আত্মত্যাগের বিনিময়ে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে সরকারি স্কুল গুলোর পাশাপাশি। শুধু শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নয় হতাশা গ্রস্থ বেকারত্ব জীবন নিয়ে ঘুরাফেরা না করে সামাজিক কাজ হিসেবে মেনে নিয়ে কাজ করছে এবং দেশের অনেক বেকারত্ব দূর হচ্ছে। করোনার মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আমরা এখন উঠে দাঁড়াবার চেষ্টা করছি। সরকার যদি এই সুশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা করেন তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলো বা শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে আরো সহযোগিতা হবে বলে আশা করছি। উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে একটি ব্যানারে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের একমাত্র কিন্ডারগার্টেনের নিবন্ধিত সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গভ. রেজিস্ট্রেশন নম্বর: এস ১০২৮/৯৮ এ ব্যানারে একও অভিন্ন ভাবে ঐক্যবদ্ধ। অনুষ্ঠানে উপজেলা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক, পরিচালক, সহকারি শিক্ষকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.