|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে সাংবাদিক এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২২
ক্যাব ফরিদপুর এর সভাপতি, ফরিদপুর প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি ও সমাজকর্মী শেখ ফয়েজ আহমেদ এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল কর্তৃক সংগঠিত হয়রানি ও ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে আজ ২৮ জুলাই বিকালে ফরিদপুর কোর্ট কম্পাউন্ড এলাকায় সাপ্তাহিক বাংলা সংবাদ কার্যালয় এর সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি খন্দকার কামাল হোসেন।
সভায় বক্তব্য রাখেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান, দৈনিক নাগরিক দাবীর নির্বাহী সম্পাদক হায়দার খান,সদরপুর প্রেস ক্লাব এর সেক্রেটারি মো: নূরুল ইসলাম, ক্যাব আলফাডাঙ্গা উপজেলা শাখা কমিটির সভাপতি সাংবাদিক কবীর হোসেন,ক্যাব চরভদ্রাসন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আসলাম ব্যাপারী, ক্যাব সদরপুর উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক প্রভাত কুমার সাহা,সালথা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো: অরুন মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ এর বিরুদ্ধে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে মিথ্যা অভিযোগ ও হয়রানি করে আসছে।
সর্বশেষ
তার বিরুদ্ধে দায়েরকৃত সর্বশেষ মিথ্যা মামলাসহ সকল ষড়যন্ত্রের আমরা নিন্দা জানাচ্ছি। প্রতিষ্ঠানের কোন দায় কোন প্রমান ছাড়া কোন ব্যাক্তির উপর চাপিয়ে দেয়া হয়রানির সামিল। বক্তারা সকল মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবী করেন। #
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.