|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগরে বিল্ডিং উত্তোলনে বাধা দিয়ে সন্ত্রান্ত্রী হামলা আহত-৪
প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০২২
শ্রীনগরে বসত বিল্ডিং উত্তোলনে বাধা দিয়ে সন্ত্রান্ত্রী হামলা চালিয়ে ৪জনকে মারধর করে গুরুত্বর আহত করা হয়েছে।
গত ১৩ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দোগাছি গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এব্যাপারে তৃষ্ণা রহমান বাদী হয়ে মোঃ সাইফুল ইসলাম রাজীব(৪৫)সহ ৭জনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করলে শ্রীনগর থানার মামলা নং-২০(৭)২২ ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩০৭/
৩৭৯/৪২৭/৫০৬ পিসি রুজু হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর ফুপু মোসাঃ সোনিয়া আক্তার রূপা(৩৫) এর স্বামী ও ভাই সুমন প্রবাসে এবং আরেক ভাই চট্টগ্রামে থাকায় তিনি তার সন্তানাদি নিয়ে বাবার বাড়ীতে বসবাস করেন। বাবার বাড়ীতে বসবাস করাকালীন সময় একটি পাকা বিল্ডিং নির্মানকালে ঘটনার দিন একই এলাকার মৃত সাইফুল ইসলাম রাজীব(৪৫), আশরাফুল ইসলাম সজীব(৪০), এনামুল হক আকিব(৩৫), তরিকুল ইসলাম(৩০), পাশ্ববর্তী দোগাছি গ্রামের বাদল শিকদারের ছেলে আরিফ হোসেন(৩৫), মিঠু(৩২)গনসহ আরো অজ্ঞাতনামা লোকজন হাতে অস্ত্রসস্ত্র নিয়ে বে-আইনী জনতাবদ্ধে রূপার বাড়ীতে অনধিকার প্রবেশ করে বিল্ডিং কাজে নিয়োজিত রাজ মিস্ত্রীদের কাজে বাধা দিয়ে নির্মান কাজ বন্ধ করে দেয় এবং মালামাল ভাংচুর করে আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধন করে। বাদী সহ ফুপু রূপা, হাসিনা রহমান(৭০) ও সিরাজ মিয়া(৬৮)গন বাধা নিষেধ করায় তাদেরকে এলোপাথারীভাবে লাঠি লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর জখমসহ হাড় ভাঙ্গা জখম করে। জখমী রুপার গলায় থাকা স্বর্ণের চেইন ও মোবাইল সেট নিয়ে যায়। জখমীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। বিবাদীরা শুধু বাদীর বাড়ী পর্যবেক্ষন করার জন্য বে-আইনীভাবে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে।
এব্যাপারে কোলাপাড়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য দিলিপ চন্দ্র চক্রবর্তী বলেন, আমি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে উভয় পক্ষের ঘটনার বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা করেছি।
কিন্তু কোন পক্ষই আপোষ মীমাংসা না মেনে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
মামলার তদন্তকারী অফিসার শ্রীনগর থানার পুলিশের উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আল-আমিন বলেন,এই ঘটনায় উভয় পক্ষের বিরুদ্ধে কাউন্টার মামলা হয়েছে। দুই মামলার অধিকাংশই বিবাদীরা জামিনে মুক্ত রয়েছে। মামলা তদন্ত অব্যাহত আছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.