|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে চোর চক্রের সদস্য ও বিভিন্ন মামলার আসামি সাইফুল গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ জুলাই, ২০২২
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাইফুল ইসলাম (২৭) নামে চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটের সময় কুলিয়ারচর সরকারি পাইলট স্কুলের পিছনে ফাঁকা জায়গা থেকে আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলাম (২৭) উপজেলার তাতারকান্দি গ্রামের মেনু মিয়ার ছেলে।
জানা যায়, গত (১৯ জুলাই) দিবাগত রাতে অজ্ঞাত নামা ০৩ জন চোর বাদীর বিল্ডিং ঘরের জানালার গ্রিল কাটে বিল্ডিং ঘরে প্রবেশ করে বাদীকে দা,দিয়ে আঘাত করে ও ভয় দেখাইয়া নগদ ১ লক্ষ ৩১ হাজার টাকা সহ ৮ আনা ওজনের ১ টি স্বর্নের চেইন ও ২ টি মোবাইল ফোন চুরি করে নিয়া যায়। এই সংক্রান্তে ২১ জুলাই, ধারা-৩৯৪ পিসি কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-১৩। উক্ত মামলার সন্দিগ্ধ আসামী সাইফুল ইসলামকে, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর সরকারি পাইলট স্কুলের পিছনে ফাঁকা জায়গা থেকে আটক করা হয়। এবং আটক কালীন সময়ে তার নিকট হতে উক্ত মামলার চোরাই উদ্ধার আলামত হিসেবে নগদ ২০ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যা গনধর্ষন ও অপহরন সহ ১০ টি মামলা বিচারাধীন আছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.