|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করতে হবে,হুইপ পঞ্চানন বিশ্বাস-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২২
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে আজ রবিবার সকালে খুলনার দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে দাকোপ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে বর্নাঢ্য শুভযাত্রা,উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
এতে প্রধান অতিথির বক্তিতা করেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, এ সময় তিনি বলেন ‘মাছে ভাতে বাঙালী’ আমাদের দেশের ঐতিহ্যবাহী শ্লোগান ছিলো। সাদা সোনা খ্যাত চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করে আমরা দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতাম। কিন্তু এই সেক্টরের সাথে জড়িত কিছু লোকের অতি লোভের কারণে বিদেশে আমাদের সুনাম নষ্ট হয়েছে। চিংড়িতে অপদ্রব্য প্রয়োগের কারণে রপ্তানি হওয়া মাছ অনেকবার দেশে ফেরত এসেছে। মৎস্য সম্পদ রক্ষায় সুন্দরবনের নদী-খালে অবৈধভাবে বিষ দিয়ে মাছ ধরা যে কোন মূল্যে বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, সরকার ৫৩১ কোটি টাকা ব্যয়ে ৮৬ টি খাল খননের উদ্যোগ নিয়েছে। মৎস্য সপ্তাহ পালনকালে মানুষকে মাছচাষে উদ্বুদ্ধ করতে হবে। পরিকল্পিতভাবে চিংড়ি মাছ চাষ করতে হবে। চিংড়ির উৎপাদন বৃদ্ধির জন্য নতুন প্রজাতির ভেনামি চিংড়ির চাষ পরিকল্পনা সফল হবে বলে আশা করা যায়।
দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় বিশেষ অতিথির বক্তিতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলীখান,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন।দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত,চালনা পৌরমেয়র সনত কুমার বিশ্বাস,ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান,
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ রায়,দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভুইয়া,সাবেক সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বির,অধ্যক্ষ অসিম কুমার থান্দার,সহ মৎস্য চাষীবৃন্দ
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.